নিজস্ব প্রতিবেদক :
উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে দ¦ন্দ্ব সংবেদনশীল গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ জুন, ২০২৩) বিকাল ৪.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব হলরুমে এই গণতান্ত্রিক সংলাপের আয়োজন করা হয়।
গণতান্ত্রিক সংলাপের বিষয় ছিল ‘বাল্য বিয়ে করে বিদেশগমন, বাড়ছে সমাজের অসঙ্গতি; দায়িত্বশীল কর্তৃপক্ষের করণীয়’। বিষয়টি নির্ধারণ করেন উপজেলা পর্যাযের যুক্ত প্রকল্পের নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ। গণতান্ত্রিক সংলাপে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক জনাব জাহাঙ্গীর আলী এবং ট্রেড ইন্সট্রাক্টর জনাব খলিলুর রহমান।
গণতান্ত্রিক সংলাপে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য ইফতেখার আলম অতিথিদের কাছে জানতে চান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যারা বিদেশ গমেনেচ্ছু আসেন তাদের জন্য বাল্য বিয়ে বিষয়ে সচেতনতামূলক কোন সেশনের ব্যবস্থা আছে কি নাই? উত্তরে ট্রেড ইন্সট্যাক্টর বলেন, না আমাদের এখানে এরকম কোন সেশনের ব্যবস্থা নেই, তবে বিদেশ গিয়ে তারা কিভাবে টাকা পাঠাবে, পাসপোর্ট হারিয়ে গেলে কি করবে এরকম বেশ কিছু বিষয় তাদেরকে আমরা বলে দিই। এর প্রেক্ষিতে নাগরিক সমাজ সংগঠনের সদস্য জনাব ওয়াহিদুজ্জামান বলেন, তাহলে বাল্য বিয়ে বিষয়ে সচেতনতামূলক বার্তা তাদেরকে দেয়া যায় কিনা? উত্তরে ট্রেড ইন্সট্রাকটর বলেন, আপনাদের এই বিষয়টি আমাদের ভালো লেগেছে আমরা এই বিষয়টি নিয়ে ট্রেনিংয়ে অবশ্যই আলোচনা করব বলে তিনি আশ্বাস দেন।
অন্য আরেক জন সদস্য আকসানা খাতুন বলেন, আপনাদের যদি কোন বাল্য বিয়ের কুফল সম্পর্কিত ডকুমেন্টরি দেয়া হয় তাহলে ট্রেনিংয়ের সময় আপনারা দেখাবেন কিনা? উত্তরে অতিথিবৃন্দ বলেন, আমরা দেখাব তবে এই বিষয়ে প্রথমে আপনারা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রধানের সাথে কথা বলে নিবেন আমরা আপনাদের সাথে থাকব।
উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা আরো বলেন, যদি আপনাদের ওখানে বাল্য বিয়ের সচেতনতামূলক সেশন অুষ্ঠানের জন্য কোন সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে আমাদের জানাবেন আমরা সেখানে অবশ্যই যাব এবং অংশগ্রহন করব।
উক্ত সংলাপের মাধ্যমে নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা তাদের অভিযোগ বাল্য বিয়ে করে বিদেশ গমন অথবা বিদেশ থেকে এসে বাল্য বিয়ে করে আবার বিদেশ গমনের ফলে সমাজে যে অসঙ্গতির তৈরী হচ্ছে তা তুলে ধরতে পেরেছেন এবং সমস্যাগুলো কমিয়ে আনতে দায়িত্বশীল কর্তৃপক্ষ ভূমিকা রাখবেন বলে তাদের আশ^স্ত করেছেন।