সিল্কসিটি নিউজ ডেস্ক:
ইসরাইলি সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এক নারী অফিসারকে ধর্ষণের অভিযোগে বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে মিডেল ইস্ট মনিটর এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, গ্রেফতার অফিসারের নাম প্রকাশ করেনি ইসরাইলি বাহিনী। তাকে আগামী মঙ্গলবার পর্যন্ত তদন্ত কর্মকর্তাদের হেফাজতে রাখা হবে। এ সময়ে তদন্তে নিশ্চিত হওয়া যাবে যে, তিনি ‘গুরুতর যৌন অপরাধ’ করেছেন কি না।
খবরে বলা হয়েছে, সম্প্রতি ওই নারী অফিসার মিলিটারি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন যে, কয়েক মাস আগে ইউনিটের অফিসারদের সঙ্গে একটি ভ্রমণের সময় তার সঙ্গে ওই যৌন নির্যাতনের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত বছর প্রকাশিত অ্যাসোসিয়েশন অব রেপ ক্রাইসিস সেন্টারস ইন ইসরাইল (এআরসিসিআই)- এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে দেশটির প্রসিকিউটর অফিস ৪ হাজার ৫২১টি যৌন অপরাধ এবং যৌন হয়রানির ঘটনা তদন্ত করেছে। অবশ্য ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ৪ হাজার ২১৮। অর্থাৎ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে যৌন অপরাধের ঘটনায় অভিযোগের সংখ্যা কিছুটা কমেছে। সূত্র: যুগান্তর
জি/আর