সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরান-সৌদির অর্থনৈতিক সম্পর্কের সূচনা

Paris
অক্টোবর ১৮, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ

আবারও সৌদি আরবের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে। ৩৯ হাজার ডলার মূল্যের পণ্য রপ্তানির মধ্যদিয়ে এই সম্পর্ক আবার শুরু হলো। ইরানের জাতীয় শুল্ক বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি এ তথ্য জানিয়েছেন। তার বলেন, রপ্তানির অংকটা খুব ছোট হলেও এটি একটি শুভ সূচনা।

ইরানের আইআরআইবি বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে লাতিফি আরো বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ইরানি পণ্য সৌদি আরব গেছে। এটা একটা ভালো খবর। দুই দেশের মধ্যে যখন সম্পর্কের বিষয়ে আলোচনা চলছে তখনি এই ঘটনা ঘটেছে।
ইরান থেকে টাইলস ও স্পেরিক্যাল গ্লাস সৌদি আরবে রপ্তানি করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে কাস্টমসের মুখপাত্র বলেন, ৩৩ হাজার ডলারের স্পেরিক্যাল গ্লাস বা কাঁচ এবং ৬ হাজার ডলারের টাইলস রপ্তানি হয়েছে। স্পেরিক্যাল গ্লাস ট্রাফিক সাইনে ব্যবহার করা হয়।

এই মুখপাত্র আরো বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির আমলে সৌদি আরবের সঙ্গে রাজনৈতিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কও স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা