সোমবার , ১৩ নভেম্বর ২০১৭ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প, নিহত শতাধিক

Paris
নভেম্বর ১৩, ২০১৭ ৮:০৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী (ভূমিকম্পের পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের পশ্চিামাঞ্চলে কমপক্ষে ১০০জন প্রাণ হারিয়েছে।

পশ্চিমা গণমাধ্যম সিএনএন-এর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০০ জন। ইতোমধ্যে আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক সার্ভে জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৩। যদিও ইরাকি আবহাওয়াবিদদের দাবি, এটি ছিলো ৬ দশমিক ৫ মাত্রার।

ইরাকি আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরান সীমান্তের খুব কাছে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়াহ প্রদেশের পেনজিনে ছিলো এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ছবি: সংগৃহীতইরানের সরকারি টিভি চ্যানেলে জানানো হয়, দেশটির সীমান্তবর্তী কাসর-ই-শিরিন শহরে অনেকে আহত হয়েছেন।

ভূমিকম্প টের পেয়ে বাগদাদের বাসিন্দাদের অনেকে রাস্তায় নেমে আসেন। এছাড়া শহরটির বহুতল ভবনে অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো ইরানে। সেসময় ২৬ হাজার মানুষ নিহত হয়েছিলেন।