রবিবার , ২২ আগস্ট ২০২১ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনজুরিতে ছিটকে গেলেন ইকার্দি

Paris
আগস্ট ২২, ২০২১ ১০:২০ অপরাহ্ণ

ডান কাঁধে চোট পেয়ে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন পিএসজির মাউরো ইকার্দি। তবে সুখবর হলো, স্ক্যান করে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের কাঁধে কোনো চিড় ধরা পড়েনি। আজ রবিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফরাসি জায়ান্ট পিএসজি।

গত শুক্রবার স্তাদ ব্রেস্তওয়ার মাঠে অনুষ্ঠিত লিগ ওয়ানের ম্যাচে চোট পান ইকার্দি। ম্যাচের ৮৬তম মিনিটে ব্যথা পাওয়া স্থান চেপে ধরে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচটি অবশ্য ৪-২ গোলে জিতে নিয়েছে পিএসজি। আগামী রবিবার রাঁসের বিপক্ষে ইকার্দি স্বাভাবিকভাবেই মাঠে নামতে পারবেন না।

ওই ম্যাচের পর শুরু হয়ে যাবে আন্তর্জাতিক বিরতি। আগামী মাসের শুরুর দিকে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে ইনজুরির কারণে এ যাত্রায় ইকার্দির জাতীয় দলে প্রত্যাবর্তনও অনিশ্চিত হয়ে পড়ল।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা