রবিবার , ২৭ জুন ২০২১ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউরো: র‌্যাংকিংয়ের শীর্ষ দল বনাম বর্তমান চ্যাম্পিয়নদের লড়াই

Paris
জুন ২৭, ২০২১ ৯:২০ পূর্বাহ্ণ

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। আর পর্তুগাল ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন। রোববার দিবাগত রাতে ফেভারিট দুই দল মুখোমুখি ‘ব্লকবাস্টার’ নক আউটে। গত বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের সোনালি প্রজন্ম কেভিন ডি ব্রুইন, এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, থিবো কর্তোয়ারা এবার স্বপ্ন দেখছেন শিরোপার। গ্রুপে টানা তিন জয়ে নিজেদের মানও চিনিয়েছে তারা।

অন্যদিকে, পর্তুগাল ৪-২ গোলে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে চলে গিয়েছিল বাদ পড়ার কিনারায়। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়ে নক আউট নিশ্চিত করে তারা। সেই আত্মবিশ্বাস আর ক্রিস্তিয়ানো রোনালদোর ছন্দ আশা জোগাচ্ছে পর্তুগিজদের। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় শুরু হবে পর্তুগাল-বেলজিয়াম ম্যাচটি।

দিনের অপর ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিদ্বন্দ্বী চেক প্রজাতন্ত্র। কমলা-ঝড় তুলে টানা তিন ম্যাচ জিতেছে ডাচরা। তবে ইতিহাস বলছে, স্বাধীনতার পর চেক প্রজাতন্ত্র কখনো বাদ পড়েনি শেষ ১৬ থেকে। বুদাপেস্টে দুই দলের লড়াইটা উত্তেজনা ছড়াবে তাই।

সিরি ‘এ’তে ২৪ গোল করে ইন্টার মিলানকে শিরোপা জিতিয়েছেন বেলজিয়ামের লুকাকু। রোনালদো ২৯ গোল করে নিশ্চিত করেছেন জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগ। দুই তারকাই গড়ে দিতে পারেন বেলজিয়াম-পর্তুগাল ম্যাচের ভাগ্য।

৫ গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এগিয়ে রোনালদো। বেলজিয়ামের বিপক্ষে একবার লক্ষ্যভেদ করতে পারলে ছাড়িয়ে যাবেন আলী দাইয়ির ১০৯ গোলের কীর্তি। তবে রোনালদো বেশি করে চাইবেন পর্তুগালকে কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিতে।

 

সূত্রঃ কালের কণ্ঠ