রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান যিনি

Paris
সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি কী? জ্ঞান, প্রজ্ঞা, অর্থ-সম্পদ নাকি শক্তিমত্তা? আদৌ কি এ বিষয়গুলোতেই মানুষের প্রকৃত সফলতা নিহিত আছে? না, পৃথিবীতে চলতে গেলে এ বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহকে সঠিকভাবে চিনতে হলে জ্ঞান প্রজ্ঞার প্রয়োজন।

পরিবার-পরিজন নিয়ে জীবন পার করার জন্য, আল্লাহর আর্থিক ইবাদতগুলো করার জন্য প্রয়োজনমতো অর্থ-সম্পদও প্রয়োজন। আল্লাহর ইবাদত ও জীবিকা উপার্জনের জন্য শক্তি-সামর্থ্যেরও প্রয়োজন আছে।

কিন্তু শুধু এগুলো দিয়েই একজন মানুষ পরিপূর্ণ সফল হতে পারে না, প্রকৃত মর্যাদাবান হতে পারে না।প্রকৃত সফলতা ও মর্যাদা কিসে আছে, তা পবিত্র কোরআনে মহান আল্লাহ বলে দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘হে মানুষ, আমি তোমাদের এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াসম্পন্ন।

নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত।’ (সুরা : হুজরাত, আয়াত : ১৩) 

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাকওয়ার বহু উপকারিতা বর্ণনা করেছেন। যেমন—ইরশাদ হয়েছে, ‘যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন এবং তাকে মহাপ্রতিদান দান করেন।’ (সুরা : তালাক, আয়াত : ৫)।

‘যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার সব বিষয় সহজ করে দেন।’ (সুরা : তালাক, আয়াত : ৪)।

‘নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আছে সফলতা।’ (সুরা : নাবা, আয়াত : ৩১)।

‘নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে মুত্তাকিরা।’ (সুরা : হুজরাত, আয়াত : ১৩)

 

তাই প্রত্যেক মুমিনের উচিত তাকওয়া অবলম্বনে অধিক গুরুত্ব দেওয়া। তাহলে মহান আল্লাহ ইহকালীন ও পরকালীন মর্যাদায় ভূষিত করবেন।

 

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - ধর্ম