সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আলোচিত সন্ত্রাসী ‘কাইল্লা’ সুমনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি জিয়াউল হক।
তিনি বলেন, ‘কাইল্লা সুমনকে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।’ তবে কোন মামলায় এখন তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটা বলতে পারেননি তেজগাঁও পুলিশের এই কর্মকর্তা।
এদিকে, মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, কাইল্লা সুমনের বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন