শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আরো ১ কোটি টাকা পাচ্ছেন সাফজয়ী মেয়েরা

Paris
নভেম্বর ১৬, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কয়েক দিন আগেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সভাপতি হয়ে শনিবারই প্রথম সভা করেছেন তিনি। সেখানে সিদ্ধান্ত হয়েছে, সদ্য সাফজয়ী নারী ফুটবল দলকে যৌথভাবে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনী।

শিগগিরই কক্সবাজারে একটি অনুষ্ঠান করে মেয়েদের হাতে এই অর্থ তুলে দেওয়া হবে জানিয়ে বিএওর সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে।

পাশাপাশি এক কোটি পুরস্কার টাকা দেওয়া হবে নারী দলকে। এর জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’
এর আগে সাবিনাদের এক কোটি টাকা পুরস্কার ও সংবর্ধনা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে দেড় কোটি টাকার আর্থিক পুরস্কার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে ২০ লাখ টাকা ও সাউথ ইস্ট ব্যাংক ২৩ ফুটবলারকে দিয়েছে তিন লাখ টাকা করে।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা