আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নিজেরা কিছু করতে পারে না। তারা নকল করার ওস্তাদ। আমেরিকা থেকে তারা টেক ব্যাক থিউরি এনেছে। সেই থিউরি থেকে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলে। আমি স্পষ্ট বলতে চাই সংধিবান অনুযায়ী নির্বাচন হবে। এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।
সোমবার (১ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেলওয়ে স্টেশনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী আরও বলেন, আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক। আমরা ফাঁকা বুলিতে বিশ্বাস করি না। আর বিএনপি উদ্ভট উদ্ভট কথা বলে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাসুদ খলিফা সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, এমজি হাক্কানি, এম এ আজিজ, মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।