সিল্কসিটিনিউজ ডেস্কঃ
স্বদেশি শুভাকাঙ্ক্ষীদের সামনে এবার নিজের ভবিষ্যৎ নিয়ে সামনে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
তিনি বলেন, ‘পর্তুগাল ফুটবল সংস্থার সঙ্গে আমার সম্পৃক্ততা আরও কিছু বছর হয়তো থাকবে। আমি এখনও জাতীয় দলের হয়ে খেলতে অনুপ্রেরণা খুঁজে পাই, জাতীয় দল নিয়ে আমার আকাঙ্ক্ষা অনেক উঁচুতে। দেশের হয়ে খেলার পথটা এখনও শেষ হয়ে যায়নি আমার। অনেক পথ এখনও বাকি, দলের প্রতিভাবান তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই আমি দলে নির্বাচিত হতে চাই। খেলতে চাই কাতার বিশ্বকাপ, খেলতে চাই ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপও।’
দেশের হয়ে ১৮৯ ম্যাচ খেলে সর্বোচ্চ ১১৭ গোল করার পুরস্কার হিসেবে পর্তুগাল ফেডারেশন রোনালদোকে স্বীকৃতি দিয়ে ট্রফি তুলে দেয়। সেই মঞ্চে দাঁড়িয়েই রোনালদো জানিয়ে দেন, ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে তিনি খেলবেন, ইঙ্গিত দিয়েছেন খেলতে পারেন ২০২৬ বিশ্বকাপেও।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন