সিল্কসিটিনিউজ ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের অন্তর্গত দুবাই এর আকাশচুম্বী ভবন বুর্জ খলিফা। আর সেই বিল্ডিং বহুবার আলোকিত করেছেন বলিউড বাদশা শাহরুখ খান।
বুধবার (২৮ সেপ্টেম্বর) একজন এনআরআই ব্যবসায়ীর মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি সংগঠনের অনুপ্রেরণামূলক গল্প বর্ণনা করার জন্য বুর্জ খলিফা আলোকিত করেছেন। আর সেখানেই দেখা গেলো বলিউড বাদশাকে।
শাহরুখ খান হলো সেই সংগঠনের ব্র্যান্ড অ্যাম্ভাসেডর। সংগঠনটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বুর্জিল, মেডিওর, এলএলএইচ, লাইফকেয়ার এবং তাজমীল ব্র্যান্ডের অর্ন্তভুক্ত ৩৯টি হাসপাতালের মালিক।
প্রচারাভিযান লঞ্চ ইভেন্টটি আরব আমিরাতের সঙ্গে শাহরুখ খানের সম্পৃক্ততা তুলে ধরে।
বুধবার প্রকাশ করা ভিডিওটিতে অভিনেতা স্বাস্থ্যসেবা গ্রুপের অনুপ্রেরণামূলক গল্প বর্ণনা করেছেন।
ভিডিওটি আরব আমিরাতের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয়েছে। ১টা ১০ মিনিটের ভিডিওটি আইকনিক শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এবং গ্রুপের ফ্ল্যাগশিপ সুবিধা, বুর্জিল মেডিকেল সিটিও প্রদর্শন করে।
এ বিষয়ে বুর্জিল হোল্ডিংসের চেয়ারম্যান শামশির ভ্যায়ালিল বলেন, আমরা সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে প্রচারণা শুরু করতে পেরে গর্বিত। এটি আমাদের লালন করা মূল্যবোধের প্রতীক। এটি বুর্জিল হোল্ডিংসের উচ্চাকাঙ্ক্ষাকে প্রতীকী করে এমন একটি দেশের বাইরে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতা হওয়ার জন্য। এর আকর্ষণীয় বৃদ্ধির গল্প দিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করেছে।
সূত্রঃ জাগো নিউজ