নিজস্ব প্রতিবেদক:
পাঁচ মাসে চারটি ওয়ারেন্টের সময় পার হলেও তামিল করতে না পারায় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন ওসি এমরান হোসেন।
তিনি জানান, আসামির নাম-ঠিকানা সঠিক না থাকায় তিনি ওয়ারেন্ট তামিল করতে পারেননি। পরে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট অফিসে গিয়ে আমি কারণ দর্শায়।
আদালত সূত্রে জানা গেছে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীরের আদালত হতে চেক জালিয়াতির একটি মামলায় আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। দীর্ঘ পাঁচ মাসে চারটি ওয়ারেন্টের তারিখ অতিবাহিত হলেও ওয়ারেন্ট তামিল না করায় আদালত এ আদেশ প্রদান করেন। পরবর্তীতে আদালত তাকে কারণ দর্শানোসহ ওয়ারেন্ট তামিল রিপোর্ট জমা দেওয়ার দিন ধার্য করেন। আদালতের আদেশ পাওয়ার পর চন্দ্রিমা থানার ওসি আদালতে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যাসহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত ওসিকে সতর্ক করে ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য সতর্ক থাকতে বলেছেন।
জি/আর