আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ক্ষেতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আলা উদ্দিন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটকালুপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে হাটকালুপাড়ার গ্রাম পুলিশ নাছেলের ছেলে আলা উদ্দিন ক্ষেতে সার প্রয়োগ করছিলেন। এসময় তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।
এস/আই