শুক্রবার , ১ জুলাই ২০২২ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে নতুন ভোটার তালিকা কার্যক্রমের উদ্বোধন

Paris
জুলাই ১, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটার তালিকা তৈরী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ১ জুলাই সকালে নিজ গ্রামে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার শাহ আবুল কালাম আজাদ, তথ্য সংগ্রহকারীসহ অন্যরা।

নির্বাচন অফিসার শাহ আবুল কালাম আজাদ জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবার ক্ষেত্রে আটটি তথ্যের প্রয়োজন। নতুন ভোটারের ক্ষেত্রে যাদের বয়স পহেলা জানুয়ারী দুই হাজার সাত বা তার পূর্বে হতে হবে। সেইসাথে অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষা সনদ, পিতা-মাতা বা স্বামী-স্ত্রীর এনআইডি কার্ড, রক্তেরর গ্রুপ, নাগরিকত্ব সনদ, চৌকিদারি ট্যাক্স পাসপোর্ট (যদি থাকে)।

এস/আই

সর্বশেষ - রাজশাহীর খবর