সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে পেঁয়াজের দাম বেশি নেয়ায় অর্থদন্ড

Paris
ডিসেম্বর ১১, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ


আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে পেঁয়াজ বিক্রি করায় মোবাইল কোর্টের মাধ্যমে বিক্রেতাকে অর্থদন্ড দেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে এ দন্ডাদেশ দেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস।

বিচারক বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় উপজেলার নওদুলি বাজারের খুচরা তিন পেঁয়াজ বিক্রেতাকে ২ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এসময় পেঁয়াজের মূল্য বৃদ্ধি না করতে সতর্ক করা হয়। সেইসাথে দোকানে পেঁয়াজের মূল্য তালিকা টানানোর জন্য বলা হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর