আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে সম্প্রতি আশঙ্কাজনকভাবে গরু ও ব্যাটারি চালিত ভ্যান ও মোবাইল ফোন চুরি বৃদ্ধি পেয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
আশঙ্কাজনক হারে চুরিসহ নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় এতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। আর এসব অপরাধ কর্মকান্ড প্রতিরোধে পুলিশের ব্যাপক তৎপরতা শুরু হলেও থামানো যাচ্ছে না অপরাধমূলক কর্মকান্ড। হঠাৎ করেই চুরি বৃদ্ধি পাওয়ায় গ্রামের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
পুলিশ প্রকৃত চোর-ডাকাতদের আটক করতে না পারায় তারা বেশ বেপরোয়া হয়ে উঠছে। চুরির ঘটনা অধিকাংশই রাতের বেলা বিভিন্ন গ্রামে সংঘটিত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক পরিবার ও দরিদ্র ভ্যান চালকরা।
গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার ১০টি স্পটে চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামের শফির উদ্দিনের বাড়ি থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটে।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত ৭ দিনের মধ্যে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামে পর পর চারটি চুরির ঘটনা ঘটে। ঐ গ্রাম থেকে এমরান নামে এক ব্যক্তির ব্যাটারি চালিত ভ্যান ও মিলন হোসেনের মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। উপজেলার মাধাইমুড়ি গ্রামে দুটি গরু চুরি সংঘটিত হয়। ভবানীপুর বাজার এলাকায় রসুলপুর গ্রামের ছাত্তার হোসেনের চার্জার চালিত একটি ভ্যান চুরির ঘটনা ঘটে। তারাটিয়া গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাইপুর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে গত ২০ ফেব্রুয়ারী রাতে চোরেরা গরু চুরির চেষ্টা চালায়।
উপজেলার ভবানীপুর বাজার এলাকায় প্রায়ই, ব্যাটারি চালিত ভ্যান চুরি হওয়ার ঘটনার খবর শোনা যায়। কিন্তু কোনো ঘটনারই এ পর্যন্ত ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। সব ঘটনার সাথে জড়িতরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অনেক সময় দেখা যায় পুলিশ একদিকে ডিউটিতে ব্যস্ত, অন্য দিকে চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে জাতোপাড়া গ্রামের ইমরান হোসেন বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরলে গভির রাতে বাড়ির বারান্দা থেকে চোর আমার ভ্যান নিয়ে চলে যায়। পরে আত্রাই থানাতে অভিযোগ করলে বিষটি তদন্তে চার দিন পরে পুলিশ আসে।
এ ব্যাপারে শাহাগোলা ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, শাহাগোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরির ঘটনা তো প্রায়ই শোনা যাচ্ছে। অন্য দিকে পুলিশও তো বসে নেই। পুলিশকে সন্ধ্যার পর পর বিভিন্ন রোডে ডিউটি করতে দেখা যায়। আবার এর মধ্যে চুরির ঘটনাও ঘটছে। অপরাধীদের ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে হবে। শুধু পুলিশের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, চোরের উপদ্রব রুখতে অভিযান জোরদার করা হয়েছে। চুরি সংঘটিত হওয়ার সকল তথ্য আমার জানা নেই তবে তথ্য সংগ্রহ চলছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনিগত ব্যবস্থা গ্রহণ করবো।