মঙ্গলবার , ২৮ মার্চ ২০১৭ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আতিয়া মহলের নিরাপত্তা পুলিশের কাছে হস্তান্তর

Paris
মার্চ ২৮, ২০১৭ ৭:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া মহল ও এর আশপাশের নিরাপত্তা মহানগর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়।

 

এর আগে গত শনিবার আতিয়া মহল ও এর আশপাশের এলাকার নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল সেনাবাহিনী।

 

সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এনটিভি অনলাইনকে এ কথা জানিয়েছেন।

 

ওসি খায়রুল ফজল বলেন, আতিয়া ভবনের আশপাশের বসানো সেনাবাহিনীর বিভিন্ন যন্ত্রপাতি এরই মধ্যে সরাতে শুরু করেছেন বাহিনীর সদস্যরা। আতিয়া মহলের ভেতরে পড়ে থাকা দুই জঙ্গির লাশ থেকে নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ইনভেস্টিগেশন ইউনিট।

 

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে সর্বশেষ আতিয়া মহল থেকে বোমা নিষ্ক্রিয় করার শব্দ শোনা যায়।

 

এদিকে, আতিয়া মহলে পরিচালিত সেনাবাহিনীর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জালালাবাদ ক্যান্টনমেন্টের ১৭ পদাতিক ডিভিশনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করার কথা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়