মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইরিশদের ৪৫ রানে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড গড়ল ইংল্যান্ড

Paris
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে মাত্র ৪৫ রানে গুঁড়িয়ে দিয়ে ২৭৫ রানের বিশাল ব্যবধানে জয় পেল ইংল্যান্ড। এই ম্যাচেই নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়ল ইংরেজরা।

এর আগে ১৯৯৩ সালে ডেনমার্কের বিপক্ষে ২৩৯ রানে জয় পেয়েছিল ইংল্যান্ডের নারী দল। সেটিই এতদিন ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের সর্বাধিক রানের রেকর্ড ছিল। আজ সেই রেকর্ড ভেঙে গেল।

মঙ্গলবার আয়ারল্যান্ডের বেলফাস্টের স্টরমন্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে সফরকারী ইংল্যান্ড। আগে ব্যাট করে ট্যামি বিউমন্টের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩২০ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

দলের হয়ে ১৩৯ বলে ১৬টি চার আর একটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১৫০ রান করে অপরাজিত থাকেন ট্যামি বিউমন্ট। এছাড়া ৪৭ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬৫ রান করেন ফ্রেয়া কেম্প।

টার্গেট তাড়া করতে নেমে কেট ক্রস ও লরেন ফাইলারের গতির মুখে পড়ে ১৬.৫ ওভারে মাত্র ৪৫ রানেই অলআউট হয় আয়ারল্যান্ড নারী দল। ২৭৫ রানের রেকর্ড জয়ে কেট ক্রস ও লরেন ফাইলার ৩টি করে উইকেট শিকার করেন।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা