সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

আইপিএল নিলামের দ্বিতীয় দিনে দল পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা

Paris
নভেম্বর ২৫, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দুই দিন ব্যাপী আইপিএল মেগা নিলামের প্রথম দিনে বিক্রির জন্য নিলামে নাম উঠে ৮৪ জন ক্রিকেটারের। এর মধ্যে ৭০ জন ক্রিকেটার দল পেয়েছেন। যেখানে ২৪ জন বিদেশি ক্রিকেটার। তবে নিলামের অপেক্ষায় থাকা বাংলাদেশি ১২ ক্রিকেটারের কারোরই নাম উঠেনি প্রথমদিনে। অপেক্ষা তাই দ্বিতীয় দিনের।

দ্বিতীয় দিনে কি দল পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা। কপাল খুলবে তাসকিন, শরিফুল নাহিদ রানাদের। আইপিএলে খেলা ১০টি দলের হিসেব বলছে এখনও সেই সম্ভাবনা ফুরিয়ে যায়নি বাংলাদেশের।

সব মিলিয়ে এখনও ৪৬ জন বিদেশি ক্রিকেটার দল পাবেন আসন্ন আইপিএলে। আর সেখানটাতে তাই বাংলাদেশের দুই একজনের দল পাওয়ার সম্ভাবনা থাকছেই। তাই প্রথম দিন দল না পেলেও দ্বিতীয় দিনে কপাল খুলতে পারে বাংলাদেশি ক্রিকেটারের।

এর আগে প্রথম দিনে শ্রেয়াস আইয়ার আগের আসরগুলোর রেকর্ড ভেঙে দেন। ভারতীয় এই ব্যাটারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপি রেকর্ড মূল্যে কিনে পাঞ্জাব কিংস। অবশ্য এরপর ঋষভ পান্তকে রেকর্ড ২৭ কোটি রুপিতে কিনে রেকর্ড গড়ে লকখনৌ সুপার জায়ান্টস। আগামীকাল দ্বিতীয় তথা শেষ দিনে নিলাম শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এবারের মেগা নিলামে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার আছেন। অন্য যেকোনো বারের তুলনায় এবারের সংখ্যা কিছুটা বেশি।

বাংলাদেশ থেকে ১২ জন হচ্ছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদের মধ্যে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব, মুস্তাফিজ ও লিটনের। সাকিব ৯, মুস্তাফিজ ৭ এবং লিটন এক মৌসুম আইপিএলে খেলেছেন।

সূত্র: যুগান্তর