সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অ্যালোভেরায় কী আছে? চুলের যত্নে যেভাবে ব্যবহার করবেন

Paris
অক্টোবর ২১, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাথায় অ্যালোভেরার জেল মাখলে চুলের যাবতীয় সমস্যা মিটে যাবে— এমন বিশ্বাস থেকেই গাছের পাতা কেটে সরাসরি মাথার ত্বকে ঘষতে শুরু করেন অনেকেই। তবে এভাবে অ্যালোভেরা দিলে চুল পড়া বন্ধ হওয়া তো দূরের কথা, মাথায় অস্বস্তি বেড়ে যাবে।

ত্বকের চিকিৎসকেরা বলছেন, স্পর্শকাতর বা অতিরিক্ত র্যাশ, ব্রণ হয়, এমন ত্বকেও চোখ বন্ধ করে অ্যালোভেরা ব্যবহার করা যায়। কিন্তু গাছ থেকে পাতা কেটে সরাসরি তা মাথায় মাখা অনুচিত। তাছাড়া, পাতা থেকে শাঁস সংগ্রহ করারও বিশেষ কিছু পদ্ধতি রয়েছে।

অ্যালোভেরায় কী এমন রয়েছে

১) আ্যলোভেরায় রয়েছে ভিটামিন এ, সি এবং ই। যা মাথার ত্বকে নতুন ফলিকল উৎপাদন করতে সাহায্য করে।

২) চুলের স্বাস্থ্য ভাল রাখে ফলিক অ্যাসিড। এই ভেষজের মধ্যে সেই খনিজ রয়েছে।

৩) মাথার ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে ‘প্রোটিয়োলাইটিক’ উৎসেচক। যেটি রয়েছে অ্যালো ভেরায়।

কীভাবে মাখবেন অ্যালোভেরা?

১) অ্যালোভেরা গাছের পাতা কেটে বেশ কিছুক্ষণ সেগুলো পানি ভিজিয়ে রাখুন।

২) এবার সেই পানি থেকে পাতা তুলে ভাল করে ধুয়ে পাতার ভিতর থেকে শাঁস বের করে নিতে হবে।

৩) সেই শাঁস সরাসরি মাথার ত্বকে ব্যবহার করতে হবে। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন।

৪) আধ ঘণ্টা ওইভাবে রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

৫)মাথার ত্বক অত্যন্ত শুষ্ক হলে অ্যালোভেরার শাঁসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। অনেকে আবার অ্যালোভেরার শাঁসের সঙ্গে এসেনশিয়াল অয়েলও মিশিয়ে নেন। সেই প্রক্রিয়াও চুলের জন্য ভাল।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - লাইফ স্টাইল