বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০১৬ | ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাতে রামেক হাসপাতালে রোগী ও স্বজনদের পেটালেন ইন্টার্ন চিকিৎসকরা

Paris
সেপ্টেম্বর ২৯, ২০১৬ ৮:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবদেক:

ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণের জের ধরে রোগী ও স্বজনদের পিটিয়েছেন রামেক হাসপাতালের ইন্টার্নী চিকিৎসকরা। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী মাইনুল হোসেনের চিকিৎসা নিয়ে ওই ওয়ার্ডের দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক রাশেদুল হকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রোগীর স্বজনরা ওই ইন্টার্নী চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ ও অশ্লীল মন্তব্য করেন। এ ঘটনার পরে ওই চিকিৎসক তার সহকর্মীদের খবর দিয়ে ডেকে আনেন।

 

এরপর কয়েকজন মিলে রোগীর ওই স্বজনদের ধরে ওপর চড়াও হন। এসময় উভয়পক্ষের মধ্যেই হাতাহািতির ঘটনা ঘটে। ইন্টার্নি চিকিৎসকরা রোগী মাইনুল হোসেনকেও পিটিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

 

পরে হাসপাতালের পুলিশ বক্সের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ নিয়ে চিকিৎসকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

বিষয়টি স্বীকার করে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মনির হোসেন সিল্কসিটি নিউজকে বলেন, ‘ইন্টার্নি চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণের জের ধরে ঘটনাটি ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

 

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর