বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অবিলম্বে ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও ১০ম ওয়েজ বোর্ড গঠন করতে হবে : বিএফইউজে

Paris
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের ঢাকায় অবস্থানরত সদস্যদের এক সভা আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মী আইনসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়।

সভায় অবিলম্বে ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও ১০ম ওয়েজ বোর্ড গঠনের জোর দাবি জানানো হয়। এছাড়া প্রস্তাবিত সংশোধনীসহ সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মী (চাকরি শর্তাবলী) আইন দ্রুত পাস করার দাবি জানানো হয়। অন্যথায় এ দাবি আদায় সারাদেশে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএফপি ঘোষিত সংবাদপত্রের প্রচার সংখ্যা নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। প্রচার সংখ্যা বাস্তবতা বিবর্জিত বলে সভায় আখ্যায়িত করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দফর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী সদস্য ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, শেখ নাজমুল হক সৈকত ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন।

সর্বশেষ - জাতীয়