বুধবার , ১ আগস্ট ২০১৮ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অবিয়ানকে হারিয়ে তৃতীয় রাউন্ডে শ্রীকান্ত

Paris
আগস্ট ১, ২০১৮ ২:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের গন্ডি টপকালেন ভারতের একনম্বর শাটলার কিদাম্বী শ্রীকান্ত৷ ১৫-২১, ২১-১২ এবং ১৪-২১ গেমে স্পেনের পাবলো অবিয়ানকে হারিয়ে নানজিংয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন শ্রীকান্ত৷ প্রথম গেমটি জিতে নিয়ে (২১-১৫) নিয়ে এগিয়ে গিয়েছিলেন পুরুষদের বিশ্ব ব়্যাংকিংয়ে ৫ নম্বরে থাকা ভারতীয় শাটলার৷ দ্বিতীয় গেমটিতে কামব্যাক করেন স্পেনের অবিয়ান৷ শেষ গেমটি জিতে নিয়ে পরের রাউন্ডে পা রাখেন শ্রীকান্ত৷

এর আগে সহজ জয় দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করেন শ্রীকান্ত৷ আয়ারল্যান্ডের নাট নুয়েনকে স্ট্রেট গেমে (২১-১৫, ২১-১৬) হারিয়ে পরের রাউন্ডে পৌঁছন ভারতীয় তারকা৷ গত মরশুমে চারটি খেতাব জয়ী শ্রীকান্ত বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপেও খেতাবের অন্যতম দাবিদার৷ শ্রীকান্তের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন এইচএস প্রণয়, সমীর ভার্মা এব বিসাই প্রণীত৷ দ্বিতীয় রাউন্ডে প্রণীতের প্রতিদ্বন্দ্বী কোরিয়ার সন ওয়ান হো সরে দাঁড়ানোয় সরাসরি প্রি-কোয়ার্টারে পৌঁছে যান প্রণীত৷

মেয়েদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সাইনা৷ এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো এবং ব্রোঞ্জ পদক জিতেছেন হায়দরাবাদী শাটলার৷ এবারও দারুণ শুরু করলেন প্রাক্তন বিশ্বের এক নম্বর তারকা৷ প্রথম রাউন্ডে বাই পাওয়া সাইনা এদিন দ্বিতীয় রাউন্ডের তুরস্কের আলিয়ে ডেমিরবাগকে স্ট্রেট গেমে (২১-১৭, ২১-৮) হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল পৌঁছন৷ প্রথম গেমে তুরস্কের প্রতিদ্বন্দ্বী কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে অবশ্য সাইনার সামনে দাঁড়াতেই পারেননি৷

প্রি-কোয়ার্টারে সাইনা কোর্টে নামবেন থাইল্যান্ডের রতচানক ইনথাননের বিরুদ্ধে৷ ২০১৩ মহিলা সিঙ্গলসে খেতাব জিতেছিলেন থাইল্যান্ডের এই শার্টলার৷

 

সর্বশেষ - খেলা