সিল্কসিটিনিউজ ডেস্ক :
গত জুলাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় অভিনেত্রী অনন্যা পান্ডে ও অভিনেতা ওয়াকারকে। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলছে। এ নিয়ে তারা এতদিন প্রকাশ্যে কিছু জানাননি।
গত মঙ্গলবার দিবাগত রাতে জন্মদিনের প্রথম প্রহরে ওয়াকার তার ইনস্টাগ্রামের স্টোরিতে অনন্যাকে শুভেচ্ছা জানান। অভিনেত্রীর মিষ্টি হাসির হাই নেক টপ পরা একটি ছবি দিয়ে লেখেন- ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি অনেক বিশেষ কিছু। আমি ভালোবাসি অ্যানি।’
মেয়ের জন্মদিনে ইনস্টাগ্রামে শৈশবের ভিডিও শেয়ার দিয়ে মা ভাবনা পাণ্ডে ক্যাপশনে লিখেন- ‘জন্মদিনের আগের দিন। অনন্যা পাণ্ডে! অনেক ভালোবাসা আর কিছু জোর করে চুম্বন।’ সেই ভিডিওতে দেখা যায়, উচ্ছ্বসিত ছোট্ট অনন্যা। সে তার মায়ের গালে চুমু দিচ্ছে। ভাবনাও অনন্যার গালে চুমু দিচ্ছেন।
অনন্যার সঙ্গে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেম ছিল। স্পেন, পর্তুগালে অবকাশ যাপনে তাদের একসঙ্গে দেখা যায়। তাদের সেই প্রেমের সম্পর্কে ছেদ পড়ে। তার আগে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গেও প্রেম ভাঙে অনন্যার।
সূত্র: যুগান্তর