বৃহস্পতিবার , ১২ জুলাই ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অতিরিক্ত বালু ও বৃষ্টির পানিতে হেলেছে বিসিক পুকুরের প্রাচীর

Paris
জুলাই ১২, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

অতিরিক্ত বালু ও বৃষ্টির পানির চাপে রাজশাহী বিসিকের একটি পুকুরের প্রাচীর হেলে গেছে। এতে করে রাসিকের প্রকৌশল বিভাগের গাফলতির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবারের অতি বৃষ্টিতে প্রাচীরটি হেলে পড়ে। খবর পেয়ে গতকাল বুধবার সকালে সিটি করপোরেশনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত প্রাচীরটি পরিদর্শন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরটি চার পাশ বাঁধার কাজ করা হচ্ছে। আর বাইরের অংশ বালু ফেলা হয়েছে। বৃষ্টির কারণে সেই বালুসহ পানির যাওয়ার কারণে নিচের মাটি সরে দিয়ে দেবে যায়। এর ফলে পুকুরের প্রাচীর হেলে যায়।

সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের অর্থায়নে পুকুরটি সংস্কার করা হচ্ছে। পুকুরপাড়ের পুরনো একটি মঠ সংস্কার করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা।

রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, প্রাচীর নির্মাণের পর এর এক পাশে অতিরিক্ত মাটি ফেলা হয়েছিল। আর অতি বৃষ্টির কারণে প্রাচীরটি হেলে গেছে।

তবে স্থানীয়রা জানায়, রাসিকের প্রকৌশল বিভাগের ভুল নকশার কারণে প্রাচীরটি হেলে গেছে। উন্নতমাণের কাজ হলেও প্রাচীরের পাশে অতিরক্ত বালু ফেলার কারণে এবং বৃষ্টির পানিতে কিছু অংশ হেলে গেছে।

স/আর

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর