মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলা জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৬ ও ৯ ওয়ার্ড কমিটি গঠন করা হয়্। কর্মীসভায় সভাপতিত্ব করেন জাহানাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ইয়াকুব আলী, সহ-সভাপতি মুজিবুর রহমান ।
এ সময় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহানগর সভাপতি ও নির্বাহী কমিটি সদস্য,পবা-মোহনপুর-৩ আসনের জাপার না লাঙ্গল এর মনোনিত প্রার্থী শাহাবুদ্দিন বাচ্চু।
উপস্থিত ছিলেন, বশেষ অতিথি ছিলেন উপজেলা মহানগর জাতীয় পাটির সিনিয়ির যুগ্ম সম্পাদক সালাউদ্দিন মিন্টু, উপজেলা আহবায়ক খন্দকার বদিউজ্জামান বদি, জাতীয় পার্টির সমন্বয়কারী অধ্যাপক আমিনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা জাতীয় স্বেচ্ছা সেবক পাটির সভাপতি প্রভাষক আনোয়ার করিম শাহিন, আব্দুল হক, পৌর জাপার সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ডালিম, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ইন্টু, ঘাসিগ্রাম ইউপি জাপার আহবায়ক ও ইউপি সদস্য আমজাদ হোসেন বাবুল ,বকুল হোসেন, জাহানাবাদ ইউনিয়ন জাপার আহবায়ক নুরুল ইসলাম জাকুল, যুগ্ম আহবায়ক মোতলেবুর রহমান ইউপি সদস্য আব্দুস আজিজ।
কর্মীসভায় জাহানাবাদ ইউনিয়নের সর্ব সম্মতিক্রমে ৬ নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হন জিল্লুর রহমান শাহ্, সাধারন সম্পাদক আবুল মন্ডল ,সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান। এছাড়া ৯ নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, সম্পাদক হাসান আলী, আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
স/শ