বসন্তবরণে প্রস্তুত রাজশাহী

নিজস্ব প্রতিবেদক:

রাত পোহালেই ঋতুরাজ বসন্ত। গাছে দেখা মিলছে ফুলের সমাহার।

বসন্ত মানেই ভালবাসার পরশ। বসন্তে প্রকৃতির সঙ্গে যেন মানুষের ভালবাসার মাখামাখি। সেই ভালবাসার বসন্ত মঙ্গলবার। এবারও বসন্তকে বরণ করতে প্রস্তুত গোটা দেশ। পাশাপাশি প্রস্তুত রাজশাহী।

মঙ্গলবার সকাল থেকেই রাজশাহীর রাস্তায় নেমে আসবেন প্রকৃতিপ্রেমী মানুষরা। নারীরা বের হবেন হলুদ শাড়ির সঙ্গে খোপায় গোলাপ, গাঁদা, রজনীগন্ধা ফুল খোপায় দিয়ে। আর পুরুষরা পরবেন পায়জামা-পাঞ্জাবী।

প্রেমিকজুটিরা সাজবেন হলুদ সাজে। বসন্তবরণের প্রস্তুতি যেন আজো ছিল। সকাল হলেই সেই প্রস্তুতির সমাপনী ঘটে শুরু হবে বসন্ত উৎসব।

রাজশাহীর ফুলের দোকানগুলোতে বাড়বে ভীড়। পদ্মার পাড়, বিনোদনকেন্দ্র থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্তর ভরে যাবে বসন্তবরণের নানা আয়োজনে। কপোত-কপোতিরা দিনটিকে বরণ করতে নানা প্রস্তুতি নিয়ে রাখছেন।

বসন্তবরণের অপেক্ষায় যখন দেশবাসী, তার আগের দিন সোমবারেও বইমেলায় অনেককে দেখা গেছে বাসন্তী সাজে ঘুরে বেড়াতে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কেবল উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়ার অপেক্ষা।
স/আর