অ্যাশেজ হারের বদলা নিল ইংল্যান্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অ্যাসেজ সিরিজে ৪-০ ব্যবধানে অজিদের হাতে বিধ্বস্ত হতে হয়েছিল ইংল্যান্ডকে৷ পরবর্তী ওয়ান-ডে সিরিজেই অ্যাসেজ হারের মধুর প্রতিশোধ নিল ব্রিটিশরা৷ তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৬ রানে পরাজিত করে দু’ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ জয় নিশ্চিত করল ইংল্যান্ড৷

টসে জিতে অজি অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ডকে৷ জোস বাটলারের দুরন্ত শতরানে ভর করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০২ রান তোলে৷ বাটলার ৮৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন৷ তিনি ৬টি চার ও ৪টি ছয় মেরেছেন৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাটলারের এটি পঞ্চম শতরান৷

ক্রিস ওকস ৩৬ বলে অপরাজিত ৫৩ রানের ঝোড়ে ইনিংস খেলেন৷ তিনি ৫টি চার ও ২টি ছয় মারেন৷ এছাড়া ইয়ন মর্গ্যান ৪১, জনি বেয়ারস্টো ৩৯, জো রুট ২৭ ও জেসন রয় ১৯ রান করেন৷ দু’টি উইকেট নিয়েছেন হ্যাজেলউড৷

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের বেশি তুলতে পারেনি৷ অ্যারন ফিঞ্চ ৬২, মার্কাস স্টোইনিস ৫৬, মিচেল মার্শ ৫৫, স্টিভ স্মিথ ৪৫ ও টিম পেইন অপরাজিত ৩১ রান করেন৷ ৮ রানে আউট হন ওয়ার্নার৷

ইংল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট দখল করেন মার্ক উড, ক্রিস ওকস ও আদিল রশিদ৷ ম্যাচের সেরা হয়েছেন বাটলার৷ তৃতীয় ম্যাচে জয়ের সুবাদে ইংল্যান্ড দু’ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ জয় নিশ্চিত করে৷