সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ব্যাটিংটা মনের মতো হয়নি টাইগারদের। তিন অংকের কোনো ইনিংস আসেনি।

তিনটি হাফ সেঞ্চুরির ইনিংস ৬০ এর ঘর অতিক্রম করতে পারেনি। সাব্বিরের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩ শতাধিক রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বেনোনিতে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আজ বল হাতে দেখা যাচ্ছে টাইগার পেসারদের দাপট।

বাংলাদেশের করা ৭ উইকেটে ৩০৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। ১টি করে উইকেট নিয়েছেন পেসার শফিউল ইসলাম এবং শুভাশিস রায়। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ৬ ওভার বল করে ১৭ রান দিয়ে এখন পর্যন্ত উইকেটশুন্য আছেন। প্রোটিয়া একাদশের রান ৩ উইকেটে ৭২।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে স্পিন আক্রমণের পুরো দায়িত্ব পড়েছে মেহেদী হাসান মিরাজের ওপর। প্রস্তুতি ম্যাচে তিনিই একমাত্র স্বীকৃত স্পিনার।

পেস সহায়ক দক্ষিণ আফ্রিকার উইকেটে ৪ পেসার খেলাচ্ছে বাংলাদেশ। মুস্তাফিজ, শফিউল, শুভাশিসের সাথে খেলছেন তাসকিন আহমেদ। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে সবচয়ে খরুচে বোলার হয়েছেন এই তরুণ।

কালের কণ্ঠ