পুঠিয়ায় স্কুল ছাত্রীকে নির্যাতনকারী শিক্ষিকার জামিন মঞ্জুর

পুঠিয়া প্রতিনিধি:
পড়া না পারার অভিযোগে পুঠিয়ায় শ্রেণীকক্ষে স্কুলছাত্রীকে পিটিয়ে আহত গুরুতর আহত করা সেই শিক্ষিকা নুরজাহান আক্তার মিনুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিনুর আইনজীবি তার জামিন আবেদন করলে আদালতের বিচারক আবেদনটি আমলে নিয়ে জামিন মঞ্জুর করেন।

নুরজাহান আক্তার মিনু উপজেলার খোকসা গ্রামের সোহাগ আলীর স্ত্রী ও শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

তিনি গত ২২ আগষ্ট স্কুল চলাকালীন সময় ওই স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল আক্তার জুথিকে (১০) শ্রেণীকক্ষে পড়তে না পাড়ার অপরাধে অমানবিকভাবে বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। জুথি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জুথি এখনও একা একা হাটতে পারছে না বলে জানিয়েছে তার পরিবার।

ওই ঘটনার ৬ দিন পর (২৭ আগস্ট) রবিবার নির্যাতিত স্কুলছাত্রী জুথির বাবা জহুরলাল আলী বাদী হয়ে পুঠিয়া থানা শিশু নির্যাতন আইনে মামলা করে। সেদিন রাতেই শিক্ষিকা নুরজাহান আক্তার মিনুকে গ্রেফতার করে পুলিশ।

স/আর