বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মঝে ত্রান বিতরণ করলো লফস

নিজস্ব প্রতিবেদক:
বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ত্রান সহায়তা পৌছে দিয়েছে উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) । সোমবার ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর সহযোগিতায় লফস কার্যালয়ে চরখিদিরপুর ও বাজে কাজলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রহস্থ ১২০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

ত্রান বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার সহ সভাপতি জনাব আজিজুর রহমান।

অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ধৈর্য্য ধারনের পরামর্শ দেন এবং লফস ভবিষ্যতে সহযোগিতা করার চেষ্টা করবে বলে জানান।

ত্রান বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের এআইজি জাহাঙ্গীর আলম, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর সিনিয়র জোনাল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, এরিয়া ম্যানেজার সাবিয়া খাতুন, প্রতিনিধি রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, পিনাকলক স্টাডি হোমের প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন, নাগরিক সমাজের প্রতিনিধি শিপক চন্দ্র দে, রাজশাহী জজ কোর্টের আইনজীবি শাহিনুল হক মুন ও লফস এর কর্মকর্তাবৃন্দ।
স/শ