সিরিজের প্রথম একদিনের ম্যাচে আগে ব্যাট করে ২১৬ রান তুলল শ্রীলঙ্কা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ডাম্বুলায় প্রথম একদিনের ম্যাচে আগে ব্যাট করে ৪৩.২ ওভারে ২১৬ রান তুলল শ্রীলঙ্কা। এদিন টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা খারাপ করেননি শ্রীলঙ্কার দুই ওপেনার ডিকওয়ালা এবং গুনতিলকা। ডিকওয়ালা আউট হন ৬৪ রান করে। গুনতিলকা করেন ৩৫ রান। মেন্ডিসের অবদান ৩৬ রান এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত থাকেন ৩৬ রান করে।

এছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যান ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। অক্ষর প্যাটেল ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল। তিনি তিনটে উইকেট নিয়েছেন। দুটো করে উইকেট পেয়েছেন বুমরাহ, কেদার যাদব এবং চাহাল।