সিল্কসিটিনিউজ ডেস্ক: যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার ছোট মান্দার তলা গ্রামে রোববার সন্ধ্যায় বাক প্রতিবন্দী এক মেয়ে (১৭) ধর্ষিত হয়েছে। পুলিশ ধর্ষককে রাতেই আটক করেছে।
ধর্ষক যশোর সদর উপজেলার শিতারামপুর গ্রামের মৃত মির ইব্রাহিম হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার দিকে মান্দারতলা গ্রামের প্রতিবন্দী মেয়ে (১৭) নিজ বাড়ির উঠানে বসেছিল। এ সময় প্রতিবেশী মৃত. নজরুল মেম্বারের মেয়ের ঘরজামাই রাজু আহম্মেদ (৩৮) তাকে একা পেয়ে জোরপূর্বক ধরে বাড়ির পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করার সময় লোকজন দেখে ফেলায় দ্রুত পালিয়ে যায়। পরে ধর্ষিতার ভাই বাদী হয়ে এ ঘটনায় শার্শা থানায় মামলা করে।
শার্শা থানার এস আই মুরাদ হোসেন বলেন, মামলা দায়েরের পরপরই উপজেলার জেলে পাড়ায় অভিযান চালিয়ে ধর্ষক রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।